Header Ads

Header ADS

প্রবাসীর সঙ্গে বিয়ের নামে প্রতারণা

ফেসবুকের মাধ্যমে লক্ষীপুরের রায়পুর উপজেলার দক্ষিণচর মোহনা গ্রামের কাজী আয়াতুল্লার ছেলে সৌদি প্রবাসী যুবক কাজী হারুন সাগরের পরিচয় হয় জয়পুরহাটের এমির সঙ্গে। পরে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘ ৪ বছরে সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশের মাধ্যমে প্রবাসী কাজী হারুন সাগরের কাছ থেকে ২৬ লাখ টাকারও বেশি হাতিয়ে নেয় এমি ও তার মা-বাবা।গত ১৫ ডিসেম্বর দেশে ফিরে পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামে কথিত শ্বশুরবাড়ি গেলে এমি ও তার মা-বাবা ওই বিয়ের কথা অস্বীকার করে। পরে প্রমাণাদিসহ পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন প্রবাসী প্রবাসী কাজী হারুন সাগর।প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ মঙ্গলবার ভোর রাতে পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইমদাদুল হক (৫৭), তার স্ত্রী রুবিনা বেগম ও তাদের মেয়ে শবনম মুস্তারী এমি।পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিৎ করেছেন।

No comments

Powered by Blogger.